আকাশে পেঁজাতুলোর মতো সাদা মেঘের ঘনঘটা, হিমেল সকালে শিউলী ফুলের সুবাস ও মাঠ জুড়ে সাদা কাশ ফুলের মেলা নির্দেশ করছে শরৎকালের শুভসূচনা। এই শরৎকালেই মর্তে দেবী দুর্গার আগমন ঘটে। বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো। এবছর সেপ্টেম্বর মাসেই বাপের বাড়িতে আগমন করবেন উমা। হাতে মাত্র দু সপ্তাহ। বাংলা জুড়ে চলছে দুর্গাপুজোর চরম প্রস্তুতি। মণ্ডপে মণ্ডপে প্যান্ডেল বাঁধার কাজ ও প্রতিমা তৈরির শেষ মুহূর্ত। পুজোয় আনন্দ করার প্ল্যান প্রস্তুত করছে বাংলা।দুর্গাপুজোর একটা গুরুত্বপূর্ণ বিষয় হল পুজোর কেনাকাটা। বাচ্চা-বৃদ্ধ সকলেই দুর্গাপুজোতে জামা-কাপড় থেকে শুরু করে মোবাইল ফোন-ল্যাপটপ এমন কি গৃহস্থলির জিনিসপত্র কিনেন। অনেক মানুষ আবার দুর্গা পুজোয় আত্নীয় পরিজনদের উপহার দেন। এই শপিংয়ের ক্ষেত্রে এখনও অনেক মানুষ দোকান-বাজারে ঘুরে কিংবা শপিং মলকেই পছন্দ করেন। সেখানে দর কষাকষি করে কেনার মজা আলাদা।
তবে নতুন প্রজন্ম কেনাকাটার ক্ষেত্রে সর্বদা প্রগতিশীল। দোকান-বাজারে ঘুরে ঘুরে সময় নষ্ট ও দোকানদারের সাথে দর কষাকষি নিয়ে তারা ঝামেলায় যেতে চায়না। তাছাড়া কর্পোরেট সেক্টরে কর্মরত যুব সমাজের দোকান-বাজারে গিয়ে শপিং করার সময় নেই। সেই সঙ্গে পুজোর আগে বৃষ্টির সম্ভাবনা আছে। তাই তারা পুজোর শপিং অনলাইন থেকেই করতে পছন্দ করে। ফ্লিপকার্ট, অ্যামাজন ও মিশো সহ একাধিক ই-কর্মার্স সংস্থায় তারা ভরসা করেন। বাড়ীতে বসে ছবি দেখে পছন্দ মতো অর্ডার করা যায়, পণ্যের রং ও সাইজ পছন্দ করার ক্ষেত্রে অনেক সুযোগ থাকে, বাড়িতে বসেই পণ্য ডেলিভারি পাওয়া পাওয়া, সহজে রিটার্ন, রিপ্লেস বা রিফান্ড করার সুযোগ থাকে। অনলাইন শপিংয়ে পেইমেন্ট করার ক্ষেত্রেও থাকে একাধিক সুযোগ। কাশ অন ডেলিভারি থাকে, পে লেটারে থেকে পরে পেমেন্ট করা যায়, ক্রেডিট কার্ড থাকলেও পরে পেমেন্ট করা যায়। আবার, ক্রেডিট কার্ড থেকে বাড়তি ছাড় বা কাশব্যকের সুযোগ থাকে।
পুজোর আগে ফ্লিপকার্ট ও আমাজন ই-কমার্স সংস্থা গুলি ক্রেতাদের বিশেষ সুযোগ দেওয়ার জন্য বিগ বিলিয়ন ডে এবং গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যাল সেলস ডে-এর মাধ্যমে সেল দিয়ে থাকে। যেখানে বেশিরভাগ পণ্যের উপর বিশেষ ছাড় পাওয়া যায়, ক্রেডিট কার্ড থেকে ক্যাশব্যাক পাওয়া যায়, এমনকি পণ্যের প্রচুর সম্ভার থাকে। এই বিশেষ কয়েক দিনে সহজে ও সস্তায় এই অনলাইন সংস্থা থেকে পছন্দ মতো পণ্য কেনা যায়। তারজন্যই ক্রেতারা তাকিয়ে থাকেন দুর্গাপুজোর আগে এই ই-কমার্স সংস্থা গুলির বিগ বিলিয়ন ডে ও গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যাল সেলস ডে- এর দিকে।
আরও পড়ুন:- দীর্ঘদিন সুস্থ ভাবে বাঁচতে চান? মেনে চলুন শুধু এই একটি নিয়ম।
ফ্লিপকার্ট ও আমাজন এই দুই বৃহত্তম সংস্থা জানিয়েছে আগামী ২৩ শে সেপ্টেম্বর থেকে বিগ বিলিয়ন ডে ও গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যাল সেলস ডে শুরু হবে। তবে যে সমস্ত ক্রেতাদের প্রাইম মেম্বারশিপ আছে তারা ২২ সেপ্টেম্বর থেকেই এই বিশেষ সুবিধা উপভোগ করতে পারবে। এখানে আরও একটি বিষয় গুরুত্বপুর্ন, কেন্দ্র সরকার GST কমানোর বিরাট সিদ্ধান্ত নিয়েছে। আগামী ২২ শে সেপ্টেম্বর থেকে GST কমতে চলেছে। এরফলে অনেক পণ্যের দাম কমতে চলেছে। তারপর দিন থেকেই শপিং করতে পারবেন মানুষজন। সেই কারণেই অনেক পণ্যের দাম কমতে চলেছে। পুজোর আগে ক্রেতারা একটা বিরাট সুযোগ পেতে চলেছে। তাই দেরি না করে এখন থেকেই নিজের পছন্দ মতো পণ্য সিলেক্ট করে অ্যাড টু কার্ট করে রাখুন।২৩ শে সেপ্টেম্বর কিংবা ২২ শে সেপ্টেম্বর রাত ১২ টা বাজলেই অর্ডার করবেন।
তবে, কোন কারণে পণ্য অর্ডার করতে দেরি হলে কিন্তু সমস্যায় পড়তে পারেন। বেশ কিছু পণ্য সেল শুরু হওয়ার কয়েক মুহূর্তের মধ্যে আউট অফ স্টক হয়ে যায়। আবার কিছু ক্ষেত্রে, অর্ডার দিতে দেরি হলে পণ্য ডেলিভারি হয় পুজোর পরে। আপনার পছন্দের নতুন পণ্যের সাথে আপনার শারদ উৎসব আনন্দময় হয়ে উঠুক।