UPI rules changes will be effective from 15 september new update guide (১৫ সেপ্টেম্বর থেকে বদলে যাচ্ছে UPI ব্যবহারের নিয়ম, জেনে নিন নতুন আপডেট।)

বর্তমান ডিজিটাল সময়ের যুগ। ডিজিটাল ইন্ডিয়া কর্মসূচিতে গোটা দেশ জুড়ে বিরাট বিপ্লব ঘটেছে। দেশের অর্থনীতিতেও এখন ডিজিটাল পেমেন্টের রমরমা। ম্যানিব্যাগ ভর্তি টাকা কিংবা ATM কার্ড ব্যবহারের ঝোঁক দিন দিন কমছে। সকলের মোবাইলে এখন অনলাইন পেমেন্ট অ্যাপ। ফোন পে – গুগল পে এখন সকল মানুষের মুঠো ফোনে। এখন যে কোন টাকার লেনদেন খুব সামান্য সময়ে হয়ে যায় এই অ্যাপ গুলির মাধ্যমে। এই পেমেন্ট অ্যাপ গুলি কাজ করে UPI দ্বারা। ইউনিফাইড পেমেন্ট ইন্টারফেস। এই UPI উদ্বোধন হয় ২০১৬ সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাতে। অন্যদিকে, সমস্ত অনলাইন পেমেন্ট রেগুলেট করে কেন্দ্র সরকারের অধীনে থাকা NPCI অর্থাৎ ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া। সেই UPI ব্যবহারে নতুন নিয়ম লাঘু হতে চলেছে।

আগামী ১৫ই সেপ্টেম্বর থেকে UPI ব্যবহারে লিমিটের ক্ষেত্রে আমূল পরিবর্তন করা হয়েছে। এগুলি UPI ব্যবহারকারীদের অবশ্যই জানা উচিত।

এক ঝলকে নতুন নিয়ম গুলি হল –

১) বীমা ক্ষেত্রে নতুন লিমিট ধার্য করা হয়েছে। এই ক্ষেত্রে লেনদেনের মাত্র ২ লক্ষ টাকা থেকে বাড়িয়ে ৫ লক্ষ টাকা করা হয়েছে। সেই সঙ্গে দৈনিক সর্বোচ্চ পেমেন্টের লিমিট ১০ লক্ষ টাকা করা হয়েছে।

২) ক্রেডিট বিল পেমেন্ট:- এই ক্ষেত্রেও নিয়ম বদল করা হয়েছে। এবার থেকে এই লেনদেন করার সর্বোচ্চ মাত্রা ৫ লক্ষ টাকা করা হয়েছে। এমনকি, দৈনিক পেমেন্টের লিমিট ৬ লক্ষ টাকা করা হয়েছে।

৩) ভ্রমণ সম্পর্কিত লেনদেনের ক্ষেত্রে এবার থেকে একবারে ৫ লক্ষ টাকা পর্যন্ত পেমেন্ট করা যাবে। দৈনিক সর্বোচ্চ ১০লক্ষ টাকা পর্যন্ত পেমেন্ট করা যাবে।

আরও পড়ুন:- কৃষক বন্ধু প্রকল্পে আবেদন করুন এবং বছরে পেয়ে যান সর্বোচ্চ ১০ হাজার টাকা।

৪) সরাসরি ই-মার্কেট প্লেস লেনদেনের ক্ষেত্রেও এই নতুন নিয়ম কার্যকরী হতে চলেছে। এক্ষেত্রেও একবারে সর্বোচ্চ ৫ লাখ টাকা পেমেন্ট করা যাবে। আর, দৈনিক সর্বোচ্চ ১০ লক্ষ টাকা পেমেন্ট করা যাবে।

৫) মূলধনী বাজারের ক্ষেত্রেও নিয়ম পরিবর্তন করেছে NPCI, এই সব ক্ষেত্রে বিনিয়োগের জন্য একেবারে পেমেন্টের মাত্রা ৫ লক্ষ টাকা করা হয়েছে। একই ভাবে দৈনিক পেমেন্টের মাত্রা ১০ লক্ষ টাকা ধার্য করা হয়েছে।

৬) কালেকশান মার্চেন্ট বা বিজনেসের ক্ষেত্রেও নতুন নিয়মে পেমেন্ট করা হবে। এই ক্ষেত্রে প্রতি পেমেন্ট সর্বোচ্চ ৫ লক্ষ টাকা লেনদেন করা যাবে। তবে এই ক্ষেত্রে দৈনিক পেমেন্টের ঊর্ধ্ব সীমা নেই।

৭) এখন থেকে গহনা কেনার ক্ষেত্রেও UPI পেমেন্ট নতুন নিয়মে হবে। এক্ষেত্রে একবারে সর্বোচ্চ ৫ লক্ষ টাকা পেমেন্ট করা যাবে এবং দৈনিক পেমেন্টের সর্বোচ্চ লিমিট ৬ লক্ষ টাকা।

৮) বিদেশী মুদ্রা কেনাবেচার ক্ষেত্রেও নতুন নিয়ম কার্যকর হবে। এই সব ক্ষেত্রে প্রতিটি লেনদেনে সর্বোচ্চ ৫ লক্ষ টাকা পেমেন্ট করা যাবে।

তবে পেয়ার টু পেয়ার পেমেন্টের ক্ষেত্রে UPI – এর আগের নিয়মই চলতে থাকবে। এই ক্ষেত্রে লেনদেনের সর্বোচ্চ সীমা ১ লক্ষ টাকা পর্যন্ত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *