Governmental grants for making house through Pradhan Mantri Awas Yojana 2.0 (প্রধানমন্ত্রী আবাস যোজনা ২.০ প্রকল্প, বাড়ি তৈরির জন্য সরকারি সহায়তা)

মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরকার পিছিয়ে পড়া দরিদ্র মানুষের জন্য আবাস যোজনা প্রকল্প নতুন রূপে নিয়ে এল। গরীব মানুষের গৃহ নির্মাণের জন্য সরকারি আর্থিক সাহায্য। লক্ষ লক্ষ মানুষের জীবন বদলে দিয়েছে এই প্রকল্প। দরিদ্র মানুষের মাথার উপর পাকা ছাদ তৈরিতে এই প্রকল্প ভারতে বিপ্লব এনেছে।

দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর সময় এই প্রকল্প প্রথম ভারতে চালু হয়। প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর নামে এই প্রকল্পের নাম দেওয়া হয় ইন্দিরা আবাস যোজনা। পরবর্তী ক্ষেত্রে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকার এই প্রকল্পের নাম পরিবর্তন করে প্রধানমন্ত্রী আবাস যোজনা করে। এই প্রকল্পের প্রথম ফ্রেজে দেশের লক্ষ লক্ষ মানুষ মাথার উপর ছাদ পেয়েছেন। এখন আর তাদের রোদে পুড়তে হয়না, বৃষ্টিতে ভিজতে হয়না এবং শীতে কাঁপতে হয়না। এই প্রকল্পের দ্বিতীয় ফেজে আরও কয়েক লক্ষ মানুষের পাকা বাড়ি তৈরি করার আর্থিক সাহায্য দেওয়া হবে।

এই প্রকল্পের সুবিধা:- এই প্রকল্পের আওতায় একটি পরিবার বাড়ি নির্মাণের জন্য ২.৫ লাখ টাকা করে পেয়ে থাকেন। তিনটি কিস্তিতে এই টাকা উপভক্তার ব্যাংক একাউন্টে সরাসরি জমা করা হয়। এই টাকার সাহায্যেই তারা নিজেদের পাকা বাড়ি তৈরি করেন। তবে এই টাকার সাথে বাড়ি নির্মাণের ক্ষেত্রে নিজস্ব বাড়তি টাকাকেও কাজে লাগানো যায়। গ্রাম ও শহরের বাসিন্দা উভয়ের ক্ষেত্রেই প্রযোজ্য এই আথিক অনুদান।

আরও পড়ুন:- ফেসবুকে কন্টেন্ট ক্রিয়েটার হয়ে রোজগার করতে চান? জেনে নিন ফেসবুক থেকে রোজগারের উপায়।

এই প্রকল্পের আবেদনের জন্য প্রয়োজনীয় যোগ্যতা:- আবেদনকারীকে অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে। নিজস্ব পাকা বাড়ি থেকে চলবে না। পূর্বে এই প্রকল্পের উপভক্তা হওয়া চলবে না। মাটির বাড়ি, ভগ্ন বাড়ি, টিনের বাড়ি ও ত্রিপলের বাড়ির মালিক হতে হবে। আর্থিক ভাবে দুর্বল, ভূমিহীন, BPL, ক্ষেতমজুর ও অসংগঠিত ক্ষেত্রের শ্রমজীবী মানুষ এই প্রকল্পের আবেদন করতে পারবেন।

এই প্রকল্পের সুবিধা পেতে প্রয়োজনীয় নথি:- আবেদনকারীর আধার কার্ড । গ্রাহকের রেশন কার্ড। আবেদনকারীর ইনকাম সার্টিফিকেট। স্থায়ী বাসিন্দা সার্টিফিকেট। উপভক্তার ব্যাংক একাউন্ট ও মোবাইল নং।

এই প্রকল্পের উদ্দেশ্য:- দেশের দরিদ্র ও বেকারত্ব দূরীকরণ। গৃহহীন মানুষের জন্য পাকা বাড়ির তৈরি করে দেওয়া। গ্রাম ও শহরের আর্থিক ভাবে দুর্বল মানুষের জন্য স্থায়ী বাড়ি নির্মাণ করা। রোদ, ঝড়-বৃষ্টি ও শীতের প্রকোপ থেকে বাঁচাতে গরীব মানুষের স্থায়ী সমাধান। স্থায়ী পাকা বাড়ি নির্মাণের মাধ্যমে সাপ, ব্যাং ও পোকামাকড়ের ভয় থেকে নিষ্কৃতি দেওয়া। গরীব মানুষের পরিবারের বৃদ্ধব্যক্তি, শিশু ও গর্ভবতী মায়েদের সুরক্ষা প্রদান করা। সমাজের পিছিয়ে পড়া মানুষের স্বপ্নের বাড়ি নির্মাণে সাহায্য করাই হল এই প্রকল্পের পিছনে কেন্দ্র সরকারের একমাত্র লক্ষ্য।

এই প্রকল্পে আবেদন করার পদ্ধতি:- এই প্রকল্পে আবেদন করা যাবে সম্পূর্ণ অনলাইন মাধ্যমে। আবেদন করার অফিসিয়াল ওয়েবসাইট হল – pmayg.gov.in । এই সাইটে গিয়ে আবেদনকারীর আধার নং ও মোবাইল নং দ্বারা আধার OTP ভেরিফিকেশন সম্পূর্ণ করতে হবে। আবেদনকারীর আধার কার্ডের সাথে অবশ্যই মোবাইল নং সংযুক্ত থাকতে হবে। তারপর অনলাইনে নির্দিষ্ট ফরম ফিলাপ করতে হবে। ফর্ম ফিলাপের সময় প্রয়োজনীয় তথ্য সঠিক ভাবে দিতে হবে। তথ্যে ভুল করলে আবেদন বাতিল হয়ে যেতে পারে। এমনকি, প্রয়োজনীয় নথি খুব ভালো ভাবে স্ক্যান করে আপলোড করতে হবে। নথির ক্ষেত্রে আবছা বা আংশিক দৃশ্যমান হলেও আবেদন বাতিল হয়ে যেতে পারে।

তবে অনলাইন ছাড়াও বছরের নির্দিষ্ট সময় অফলাইনেও এই প্রকল্পের আবেদন করা যায়। এই ক্ষেত্রে আবেদনকারীকে পঞ্চায়েত অফিস, পৌরসভা অফিস অথবা সমষ্টি উন্নয়ন আধিকারিকের অফিসে গিয়ে নির্দিষ্ট ফরম তুলতে হবে। সেই ফর্ম ফিলাপ করে এবং নির্দিষ্ট নথি সহ জমা করতে হবে।

এই প্রকল্পের টাকা অনুমোদনের ক্ষেত্রে নির্দিষ্ট কিছু নিয়ম আছে। আবেদন করার পর BDO কিংবা পৌরসভা অফিস থেকে অনুমোদন পেতে হয়। তারপর আবেদনকারীর নাম তালিকাভুক্ত হয়। এরপর সরকারি আধিকারিকগণ আবেদনকারীর বাড়ীতে পরিদর্শনে যান। তাদের দ্বারা ফাইনাল অনুমোদন পেলেই সরকার এই প্রকল্পের উপভক্তার হিসাবে আবেদনকারীর নাম তালিকাভুক্ত করে। তারপর সরাসরি ব্যাংক একাউন্টে প্রথম কিস্তির টাকা জমা করা হয়। পরবর্তী ধাপে বাড়ি তৈরি প্রমাণপত্র হিসাবে ছবি আপলোড করলেই বাকি কিস্তির টাকা ধাপে ধাপে জমা করা হয়। এইভাবেই লাখ লাখ মানুষের বাড়ি তৈরির স্বপ্ন পূরণ হয়েছে। আগামী দিনে আরও লক্ষ লক্ষ মানুষের স্বপ্নের বাড়ি তৈরি হতে চলেছে। আর মাটির বাড়ি নয় , তার বদলে তৈরি হবে পাকার স্থায়ী বাড়ি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *