New Prakalpa Shyamashree is started in west bengal. Know more (মুখ্যমন্ত্রীর নতুন প্রকল্প শ্রমশ্রী। কিভাবে আবেদন করবেন?)

সামনেই বাঙালির সবচেয়ে বড় উৎসব দুর্গাপুজো। রাজ্যজুড়ে উৎসবের মেজাজ আসতে চলেছে। সেই পুজোর আগে বঙ্গবাসীকে নতুন প্রকল্প উপহার দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নতুন শ্রমশ্রী প্রকল্পের ঘোষণা করলেন রাজ্যের প্রশাসনিক প্রধান। এই প্রকল্পের মাধ্যমে আবারও সরাসরি ব্যাংক একাউন্টে টাকা পেতে চলেছেন রাজ্যের জনগণ।

মাননীয়া মুখ্যমন্ত্রীর স্বপ্নের লক্ষ্মীর ভান্ডার, রূপশ্রী, কন্যাশ্রী ও কৃষকবন্ধু প্রকল্পে টাকা পান রাজ্যের লক্ষ লক্ষ মানুষ। এই প্রকল্প গুলির খ্যাতি গোটা দেশ, তথা বিশ্বজুড়ে ছড়িয়ে পড়েছে। ভারতের একাধিক রাজ্য এই প্রকল্প গুলি অনুকরণ করতে শুরু করেছে। এবার এই তালিকায় যুক্ত হতে চলেছে নতুন শ্রমশ্রী প্রকল্প। রাজ্যের পরিযায়ী শ্রমিক যারা পশ্চিমবঙ্গের বাইরে বিভিন্ন রাজ্য যেমন- গুজরাট, মহারাষ্ট্র, কেরালা, তামিলনাড়ু, কর্ণাটক ও অন্ধ্রপ্রদেশ সহ একাধিক রাজ্যে কাজ করেন তাদের জন্যই এই প্রকল্প।

প্রকল্পের সুবিধা:- এই নতুন প্রকল্পকে নিয়ে যথেষ্ট উৎসাহ দেখা গেছে সাধারণ মানুষের মধ্যে। এই প্রকল্পের সুবিধা হিসাবে উপভক্তারা প্রতিমাসে ৫০০০ টাকা করে পাবেন। এই টাকা তাদের ব্যাংক একাউন্টে সরাসরি জমা করা হবে। এই প্রকল্পের উপভক্তাদের রাজ্য সরকারের উৎকর্ষ বাংলা প্রকল্পের আন্ডারে স্কিল ট্রেনিং দেওয়া হবে, যেমন- ট্রেলারিং, ড্রাইভিং, ইলেকট্রিশিয়ান, সিকুরিটি গার্ড ও মেক আপ আর্টিস্ট। এই ট্রেনিং শেষে চাকরির ব্যবস্থা করা হবে কিংবা ব্যবসার জন্য ঋণের ব্যবস্থা করা হবে। এই প্রকল্পের সুবিধাভোগীরা ১০০ দিনের কাজের প্রকল্পে জব কার্ড পাবেন। সেই সঙ্গে এই প্রকল্পের উপভক্তারা খাদ্যসাথী, ও স্বাস্থ্যসাথী প্রকল্পের সুবিধা পাবেন। এই উপভক্তাদের পরিবারের সন্তানরা সরকারি স্কুলে বিনামূল্যে পড়াশুনার সুযোগ পাবেন।

এই প্রকল্পের যোগ্যতা:- শ্রমশ্রী প্রকল্পের সুবিধা পেতে আবেদনকারীকে অবশ্যই বাংলার পরিযায়ী শ্রমিক হতে হবে। পশ্চিমবঙ্গের আদি বাসিন্দা হতে হবে। পরিযায়ী শ্রমিককে অবশ্যই বাংলায় ফিরে আসতে হবে। করোনা মহামারী পরবর্তী সময়ে রাজ্য সরকারের কর্মসাথী পোর্টালে নথিভুক্ত থাকা ২২ লক্ষ ৪০ হাজার পরিযায়ী শ্রমিকের মধ্যে নাম থাকতে হবে। নতুন পরিযায়ী শ্রমিকদের নাম তালিকাভুক্ত করারও সুযোগ থাকতে পারে।

এই প্রকল্পের উদ্দেশ্য:- সাম্প্রতিক সময়ে বাংলার বিভিন্ন রাজ্যে বাঙালি পরিযায়ী শ্রমিকদের উপর অত্যাচার চলছে। বাংলা ভাষায় কথা বলার অপরাধে তাদের মারধর করা হচ্ছে, গ্রেপ্তার করা হচ্ছে ও বাংলাদেশী দাগিয়ে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হচ্ছে। এই অমানবিক অত্যাচারে কারণে পরিযায়ী শ্রমিক ও তাদের পরিবার আতঙ্কিত। অনেকেই কাজ ছেড়ে বাংলায় ফিরে আসছেন। অনেক পরিযায়ী শ্রমিক ও তার পরিবার আর বাইরে যেতে চাইছেন না। একাধিক পরিযায়ী শ্রমিকদের পরিবার রাজ্য সরকারের কাছে অনুরোধ করেছে, তাদের পরিবারের সদস্যকে ফিরিয়ে আনার জন্য। তারপরই নড়েচড়ে বসেছে রাজ্য সরকার। রাজ্যের কয়েক লক্ষ পরিযায়ী শ্রমিককে রাজ্যে ফিরিয়ে আনার উদ্দেশ্যেই এই প্রকল্প। সেই সঙ্গে তাদের জন্য আর্থিক সহায়তা ও এই রাজ্যেই বিকল্প কর্মসংস্থান তৈরির উদ্দেশ্যেই এই প্রকল্প ঘোষণা করেছেন রাজ্যের প্রশাসনিক প্রধান।

এই প্রকল্পে আবেদনের নথিপত্র:- আবেদনকারী পরিযায়ী শ্রমিকের আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড, ব্যাংকের পাশ বুক, এক কপি ফটো, নামিনীর আধার কার্ড, সন্তানের আধার কার্ড, যে সংস্থার অধীনে কাজ করতেন তার প্রমাণপত্র , এই রাজ্যের বাসিন্দা সার্টিফিকেট এবং বাইরের রাজ্যে কর্মক্ষেত্রের সম্পূর্ণ ঠিকানা।

শ্রমশ্রী প্রকল্পে আবেদনের পদ্ধতি:- এই প্রকল্পে আবেদনের জন্য রাজ্য সরকারের শ্রমদপ্তরের অফিসিয়াল ওয়েবসাইট, কর্মসাথী পোর্টাল কিংবা শ্রমশ্রী মোবাইল অ্যাপের মাধ্যমে সম্পূর্ণ অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদন করার তারিখ ও সমস্ত তথ্যের বিজ্ঞপ্তি জারি হলে জানিয়ে দেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *