GST has been decreased by Government. Take a look which product prices have dropped (GST - এর কোপ কমালো সরকার। দেখে নিন কোন কোন দ্রব্যের দাম কমছে?)

দুর্গাপুজো ও দিওয়ালির আগে সুখবর ভারতবাসীর জন্য। GST অর্থাৎ গুডস এন্ড সার্ভিস ট্যাক্স কমানোর ঘোষণা করল নরেন্দ্র মোদি নেতৃত্বাধীন কেন্দ্র সরকার। কমতে চলেছে এক গুচ্ছ পণ্যের দাম। এই খবর সামনে আসার পরই সোসাল মিডিয়া জুড়ে গুঞ্জন শুরু হয়েছে।

মোদী সরকার ক্ষমতায় আসার পর ২০১৭ সালে পয়লা জুলাই প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুন জেটলি GST চালু করেন সারা দেশে। সারা দেশে একটাই ট্যাক্স যা হল GST। প্রতিটি দোকানের ক্ষেত্রে GST বাধ্যতামূলক করা হয়। সেই সঙ্গে ছোট- বড় সকল পণ্যের জন্য GST রশিদ বাধ্যতামূলক করা হয়। দেশে তিন প্রকারের GST চালু হয় – CGST, SGST এবং IGST। GST এর স্ল্যাব রাখা হয় ৫%, ১২% ,১৮% এবং ২৮%। GST কাউন্সিল গঠিত হয়। কেন্দ্রের অর্থমন্ত্রী ও রাজ্যগুলির অর্থমন্ত্রীদের নিয়ে গঠিত এই কাউন্সিল GST নিয়ে গুরুত্বপুর্ন সিদ্ধান্ত গ্রহণ করে। কিন্তু GST চালু করার পর জিনিসপত্রের দাম কমার বদলে দাম বাড়তে শুরু করে। GST রশিদ বাধ্যতামূলক বিষয়টিও কার্যকর হয়নি। দেশের সাধারণ মানুষ এই GST এর উপকারিতা উপভোগ করতে পারেনি বলে বিরোধীরা অভিযোগ করে।। বিরোধীরা সরকারকে আক্রমণ করতে শুরু করে। বিরোধীরা কটাক্ষ করে GST- কে গব্বর সিং ট্যাক্স বলে উল্লেখ করেন।

একাধিক অর্থনীতিবিদ এই GST লাঘু করার পদ্ধতির ত্রুটি নিয়েও প্রশ্ন তোলেন। ২০২৪ লোকসভা নির্বাচনে ধাক্কা খায় কেন্দ্রের শাসক দল। একক সংখ্যাগরিষ্ঠতা বদলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবার জোট সরকারের ভরসায় তৃতীয়বার প্রধানমন্ত্রীর পদে বসেন। শক্তিশালী বিরোধী গোষ্ঠী বারবার GST ইস্যুতে আক্রমণ শানিয়েছে কেন্দ্র সরকারকে। সামনেই বিহার ও পশ্চিমবঙ্গে বিধানসভা ভোট। তার আগেই নড়েচড়ে বসলো কেন্দ্র সরকার। গত ১৫ই আগষ্ট দেশের স্বাধীনতা দিবসে দিল্লির লালকেল্লার ভাষণে মাননীয় প্রধানমন্ত্রী দেশবাসীকে দীপাবলির উপহার হিসাবে GST কমানোর ঘোষণা করেন। আর গত বুধবার দিন GST কাউন্সিলের মিটিংয়ের পর GST স্ল্যাব কমানোর ঘোষণা করলেন মাননীয়া অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। আগামী ২২ শে সেপ্টেম্বর থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে। অর্থাৎ এই সিদ্ধান্তে ফলে দুর্গাপুজা, দিওয়ালি ও ধনতেরাসের কেনাকাটায় ব্যাপক সদর্থক প্রভাব পড়তে পারে।

আরও পড়ুন:- দুর্গাপুজোয় মেতে উঠতে প্রস্তুত বাংলা। বৃষ্টি কি অসুর হবে পুজোর আনন্দে?

মাননীয়া অর্থমন্ত্রী এদিন ঘোষণা করেন যে এবার থেকে দুটি স্লাবে GST কার্যকর করা হবে। যে দুটি হল ৫% এবং ১৮%। আগের ১২% এবং ২৮% স্তর বাতিল করা হল। তবে বিশেষ কিছু পণ্যের জন্য ৪০ শতাংশের একটা স্ল্যাব থাকছে।

সরকারের এই সিদ্ধান্তের ফলে কোন কোন পণ্যের দাম কমতে চলেছে সেগুলি দেখে নেবো – দুধ, ছানা, পানির, রুটি ও পাউরুটির দাম কমতে চলেছে। কারণ এর উপর যে ৫% GST ছিল। সেই GST তুলে নেওয়া হল। অন্যদিকে, মাখন, কনডেন্সড মিল্ক, চিজ, তেল ও দুগ্ধজাত পণ্যের উপর GST এবার ১২% থেকে কমিয়ে ৫% করা হয়েছে। অর্থাৎ এইসব পণ্যের দাম কমতে চলেছে। আম, আনারস, বাদাম ও খেজুর সহ বিভিন্ন ফলের ক্ষেত্রেও একই GST থাকছে। এছাড়াও, GST এর স্লাব ১২% থেকে কমে ৫% করা হয়েছে রান্না করা মাংস ও মাছ, সোসেজ, চিনি, পাস্তা ও নুডুলসের ক্ষেত্রেও। অর্থাৎ এই সমস্ত পণ্যের দাম সস্তা হতে চলেছে।

এখানেই শেষ নয়, জ্যাম, জেলি, মাশরুম, নারকেলের জল, ইস্ট, সরষে, সয়াবিন ও পানীয় জলের দামও কমতে চলেছে। কারণ এই সব পণ্যের ক্ষেত্রেও GST ১২ % থেকে কমিয়ে ৫% করা হয়েছে। তাছাড়া, মধু, মিছরি, চকলেট, কেক, আইসস্ক্রিমের ক্ষেত্রে পূর্বের ১৮% GST এর বদলে বর্তমানে ৫% করা হয়েছে। এরফলে এই সমস্ত পণ্যের দাম কমতে চলেছে।

অন্যদিকে, জীবনবীমা ও স্বাস্থ্যবীমার ক্ষেত্রে GST সম্পূর্ণ রূপে বাতিল করা হয়েছে। শিল্পক্ষেত্রে ব্যবহৃত সালফিউরিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড ও অ্যামোনিয়ার উপর GST কমিয়ে ৫% এ নামানো হয়েছে তাই এদের দামও কমতে চলেছে। আরও কয়েকটি পণ্য যেমন TV, AC, ছোট গাড়ি ও বাইকের দাম এখন থেকে ১৮% হারে GST নেওয়া হবে।

এখন দেখে নেওয়া যাক, কোন কোন পণ্যের দাম বাড়তে চলেছে। বিলাসবহুল গাড়ি, প্রাইভেট জেট, দামী বাইক ও রেসিং কার প্রভৃতি পণ্যের উপর ৪০% বিশেষ GST চাপানো হয়েছে অর্থাৎ এই সমস্ত পণ্যের দাম বাড়তে চলেছে।

GST স্ল্যাব কমানোর সিদ্ধান্তকে বিশেষজ্ঞরা সদর্থক বলেই ব্যাখ্যা করছেন। অন্যদিকে তাদের আন্দোলনের কারণে GST নিয়ে সরকারের এই সিদ্ধান্ত গ্রহণ বাধ্য হয়েছে বলে বিরোধীরা দাবি করেছেন। এখন দেখার GST কমানোর পর সাধারণ মানুষ উপকৃত হয় কিনা। বাজারে জিনিস পত্রের দাম আদৌ কমে কিনা!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *