Top three savings schemes in the Indian Post Office (ভারতীয় পোস্ট অফিসে টাকা জমানোর সেরা তিনটি স্কিম)

ভারতীয় পোস্ট ভারত সরকারের অধীনস্থ একটা সংস্থা। শতাব্দী প্রাচীন এই সংস্থা লক্ষ লক্ষ ভারতীয়দের ভরসা। টাকা জমানোর ক্ষেত্রে মানুষের এখনও প্রথম পছন্দ এই পোস্ট অফিস। প্রত্যন্ত গ্রামের মানুষ থেকে প্রধান শহর সমস্ত মানুষ এখনও ছুটে যায় পোস্ট অফিসে। পোস্ট অফিসের বিশ্বাসযোগ্যতা ও ভরসাতে নিজের উপর্জনের টাকা জমা রাখেন। নির্দিষ্ট সময় পর ভালো টাকা ফেরত পান পোস্ট অফিস থেকে। পোস্ট অফিসে অনেক ধরনের টাকা জমানোর স্কিম আছে। সেই স্কিম নিয়েই আজকের আলোচনা। দেখে নেওয়া যাক পোস্ট অফিসের সেরা তিনটি স্কিম।

১) পাবলিক প্রভিডেন্ট ফান্ড (PPF):- ভারতীয় পোস্ট ডিপার্টমেন্টের সবচেয়ে জনপ্রিয় স্কিম হল এই পাবলিক প্রভিডেন্ট ফান্ড। এই স্কিম সাধারণ মানুষের কাছে খুব জনপ্রিয়। এই স্কিমে দেশের প্রচুর মানুষ টাকা জমা রাখেন। একজন বিনিয়োগকারী এই স্কিমে একটি অর্থবর্ষে সর্বনিম্ন ২৫০ টাকা থেকে ১.৫ লাখ টাকা পর্যন্ত ইনভেস্ট করতে পারবেন। এই স্কিমের অধীনে বার্ষিক সর্বোচ্চ ৭.১% হারে সুদ পাওয়া যায়। এই স্কিমে ১৫ বছরের জন্য টাকা ডিপোজিট করা হয়। এই স্কিমে অর্থ জমাকারী কর ছাড়ের সুবিধা পান।

২) সুকন্যা সমৃদ্ধি যোজনা:- বর্তমানে ভারতীয় পোস্টের ট্রেন্ডিং স্কিম হল সুকন্যা সমৃদ্ধি যোজনা। মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরকারের বেটি বাঁচাও বেটি পড়াও স্কিমের অধীনে এই সুকন্যা সমৃদ্ধি যোজনা স্কিম। মোদী সরকারের উদ্যোগে প্রচলিত এই প্রকল্প খুব জনপ্রিয়। এই স্কিমে নিজের ছোট কন্যা সন্তানের নামে টাকা জমা করা যায়। নিজের কন্যা সন্তানের নামে ২৫০ টাকা থেকে সর্বোচ্চ ১.৫ লাখ টাকা পর্যন্ত জমা রাখা যায়। আপনার কন্যার বয়স হতে হবে ১০ বছরের নিচে। ১৫ বছরের জন্য এই স্কিমে ইনভেস্ট করা যায়। কন্যার বয়স ২১ বছর হলে সুদ সহ আসল টাকা পাওয়া যায়। এই টাকা কন্যার উচ্চশিক্ষা ও বিবাহের কাজে ব্যবহার করা যেতে পারে। এই প্রকল্পে ৮.২% হারে সুদ পাবেন গ্রাহক। এই স্কিমে ইনভেস্ট করলে কর ছাড়ের সুবিধা আছে।

আরও পড়ুন:- ওয়েসিস স্কলারশিপের আবেদন চলছে। আবেদন করার আগে জেনে নিন খুঁটিনাটি।

৩) পোস্ট অফিস ফিক্সড ডিপোজিট:- পোস্ট অফিসের এই স্কিমটিও খুব ভালো। দেশের অনেক মানুষ এই স্কিমে নিজেদের মূলধন জমা করেন এবং একটা নির্দিষ্ট সময় পর ভালো টাকা ফেরত পান। এই স্কিম পোস্ট অফিস টাইম ডিপোজিট হিসাবে পরিচিত। এই স্কিমে একজন ব্যক্তি ৫ বছরের জন্য টাকা ফিক্সড ডিপোজিটে বিনিয়োগ করতে পারেন। এই স্কিমে একজন বিনিয়োগকারী ৭.৫ শতাংশ হারে সুদ পেয়ে থাকেন। এই বিনিয়োগের ক্ষেত্রেও কর ছাড়ের সুবিধা আছে। তবে ৫ লাখ টাকার নিচে বিনিয়োগ করলে কর ছাড়ের সুবিধা নেই।

শুধু এই তিনটে নয়, পোস্ট অফিসে আরও অনেকগুলি জনপ্রিয় স্কিম আছে। এই সমস্ত স্কিম সম্পর্কে আরও জানতে নিজের নিকটবর্তী পোস্ট অফিস কিংবা ভারতীয় পোস্ট ডিপার্টমেন্টের অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *