মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জনহিতকারী প্রকল্প গুলির মধ্যে অন্যতম হল প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা। ২০১৪ সালে বিজেপি নেতৃত্বাধীন NDA সরকার ক্ষমতায় আসার পর ২০১৬ সালে এই প্রকল্পের শুভ উদ্বোধন করা হয়। এই প্রকল্পের অধীনে সমাজের পিছিয়ে পড়া শ্রেণীর মহিলাদের স্বল্পমূল্যে রান্নার গ্যাস প্রদান করা হয়। এই প্রকল্প দেশের কোটি কোটি মা-বোনেদের কষ্ট লাঘব করেছে। কাঠ-পাতার কিংবা ঘুঁটে-গোবরের জ্বালানির বদলে মা-বোনেরা এখন রান্নার LPG গ্যাসের রান্না করেন। এই প্রকল্পে নতুন সংযোগের জন্য উজ্জ্বলা ২.০ প্রকল্প চালু করেছে কেন্দ্র সরকার।
এই প্রকল্পের সুবিধা:- খুব কম খরচে LPG রান্নার গ্যাস সংযোগ দেওয়া হয়। গ্যাস সংযোগের সমস্ত ইকুইপমেন্ট দেওয়া হয় যেমন – ওভেন , সিলিন্ডার, পাইপ, রেগুলেটর এবং গ্যাসের বই। ১৪.২ কেজি গ্যাস সিলিন্ডার গ্রাহকরা মাত্র ২২০০ টাকা দামে পান। যেখানে এর সাধারণ বাজার মূল্য প্রায় ৫০০০ টাকা। অন্যদিকে, ৫ কেজি সিলিন্ডারের ক্ষেত্রে দাম ১৩০০ টাকা। সারাবছর মোট ১২টি সিলিন্ডার কেনার ক্ষেত্রেও বাড়তি ভর্তুকি দেওয়া হয়। ১৪.২ কেজি সিলিন্ডারের ক্ষেত্রে সাধারন ভর্তুকি ৫০ টাকার কম। সেখানে উজ্জ্বলা যোজনার আওতায় সিলিন্ডার প্রতি ৩০০ টাকা ভর্তুকি পান গ্রাহকরা।
এই প্রকল্পের আবেদনের জন্য যোগ্যতা:- একমাত্র মহিলারা আবেদন করতে পারবেন। আবেদনকারীর পরিবার অবশ্যই BPL তালিকাভুক্ত হবে। SC, ST এবং OBC সম্প্রদায় অন্তর্গত মহিলারাও আবেদনের যোগ্য। আবেদনকারীর সর্বনিম্ন বয়স হতে হবে ১৮ বছর। আবেদনকারী মহিলার নামে পূর্বে কোন গ্যাস সংযোগ থাকা চলবে না।
আরও পড়ুন:- ভারতীয় পোস্ট অফিসে টাকা জমানোর সেরা তিনটি স্কিম।
এই প্রকল্পের পিছনে সরকারের উদ্দেশ্য:- দেশের নারী ক্ষমতায়নের উদ্দেশ্যে এই প্রকল্প বাস্তবায়ন করেছে সরকার। স্বল্পমূল্যে রান্নার গ্যাস পেয়ে মহিলারা উপকৃত হচ্ছেন। কাঠ-পাতা-ঘুঁটে-গোবর ও গুলের বদলে পরিবারের মহিলা সদস্যরা সহজে গ্যাসে রান্না করতে পারছেন। রান্নার কাজে ধোঁয়া ও বাসন পত্র মেজে পরিষ্কার করার কষ্ট কমেছে। এই প্রকল্পের গ্রাহকদের একাধিক রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা কমেছে। রান্নার কাজে যুক্ত মহিলাদের সুরক্ষা প্রদানও এই প্রকল্পের মহৎ উদ্দেশ্য। গত অর্থবর্ষে সারাদেশে প্রায় ১০ কোটি নারীদের এই প্রকল্পের সুবিধা দেওয়া হয়েছে। আগামীদিনে এই প্রকল্পে উপভক্তার সংখ্যা আরও বাড়ানোর লক্ষ্যমাত্রা গ্রহণ করেছে সরকার। সেই কারণে এই উজ্জ্বলা যোজনা প্রকল্পের নতুন করে আবেদন করার সুযোগ দিয়েছে সরকার। আরও কয়েক কোটি মহিলাকে এই প্রকল্পের আওতায় আনা হতে চলেছে। তাই নতুন করে আবেদন করার সুযোগ পাবেন দেশের লক্ষ লক্ষ মহিলা।
এই প্রকল্পে আবেদনের জন্য প্রয়োজনীয় নথি:- আবেদনকারীর আধার কার্ড, ভোটার কার্ড, BPL রেশন কার্ড, ব্যাংকের ফার্স্ট পেজ, SC, ST,OBC সার্টিফিকেট এবং মোবাইল নং।
উজ্জ্বলা যোজনাতে আবেদন করার পদ্ধতি:- এই যোজনাতে আবেদন করা যাবে অনলাইন পদ্ধতিতে। PMUY পোর্টালে গিয়ে আবেদন করতে হবে।নিজের পছন্দ মতো কোম্পানি থেকে সংযোগ নিতে পারবেন। তবে, অফলাইনেও আবেদন করা যাবে। সেক্ষেত্রে নিকটবর্তী গ্যাস ডিলারের কাছে গিয়ে সমস্ত নথি সহ আবেদনপত্র জমা করতে হবে।
আবেদন লিঙ্ক:- লিঙ্ক