Apply for PVC Aadhaar Card in easy process (সহজ পদ্ধতিতে আবেদন করুন PVC আধার কার্ডে)

আধার কার্ড হল বর্তমানে ভারতের অন্যতম প্রধান আইডেনটিটি কার্ড। সারাদেশের মানুষকে এক ছাতার তলায় আনতে ২০০৯ সালে প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের সরকার দেশে আধার কার্ড উদ্বোধন করেন। আধার কার্ডের দায়িত্ব দেওয়া হয় ইউনিক আইডেন্টিটিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়াকে। ঐ সময় এই দপ্তরের প্রধান নন্দন নীলকিনির হাতেই তৈরি এই আধার কার্ড। দেশের প্রতিটি নাগরিকের জন্য এই কার্ডে প্রতিটি নাগরিকের ফিঙ্গারপ্রিন্ট ও চোখের রেটিনা স্ক্যান দ্বারা রেজিস্টার্ড একটি ইউনিক নাম্বার থাকে। যদিও দেশ জুড়ে বারবার বিতর্ক হয়েছে এই আধার কার্ড নিয়ে। আধার কার্ড নিয়ে মামলার জল সুপ্রিম কোর্ট পর্যন্ত গড়িয়েছে।

২০১৪ সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কেন্দ্র সরকারের ক্ষমতায় এসে আধার কার্ডের বিষয়টিকে আরও গুরুত্ব দেন। দেশের প্রতিটি মানুষের জন্য গ্রামে গ্রামে ও শহরে শহরে ক্যাম্প করে আধার কার্ড করা হয়। সেই থেকেই দেশের নাগরিকদের কাছে অত্যন্ত গুরুত্বপুর্ণ এই আধার কার্ড। ব্যাংকের একাউন্ট খুলতে, বীমা করতে, লোন পেতে, সরকারি প্রকল্পের সুবিধা পেতে, সম্পত্তির রেজিষ্টেশন করতে ,চাকরি বা স্কলারশিপের আবেদন করতে ও পরীক্ষা দেওয়া সহ বিভিন্ন কাজে এই কার্ড ব্যবহৃত হয়। নিজের স্বচিত্র প্রমাণপত্র হিসাবে আমাদের সর্বদা সঙ্গে রাখতে হয় এই আধার কার্ড। সেক্ষেত্রে সাধারণ আধার কার্ডের ব্যবহারে অসুবিধা দেখা যায়। এই অসুবিধার কারণ হল – UIDAI দ্বারা প্রদত্ত সাধারণ আধার কার্ডের মান খুবই পাতলা এবং বড়। সেই সমস্যার সমাধানের জন্য আধার ডিপার্টমেন্ট PVC আধার কার্ড এনেছে।

PVC আধার কার্ড হল একজন ব্যক্তির সাধারণ আধার কার্ডের প্রতিলিপি মাত্র। সেখানে সাধারণ আধার কার্ডের মতোই সব গুণ থাকে। একই ভাবে এই PVC আধার কার্ডে ব্যক্তির আধার নং, QR কোড, ছবি, জন্মসাল, পিতা অথবা স্বামীর নাম এবং ঠিকানা সব তথ্য থাকে। কিন্তু এই PVC আধার কার্ডটি প্লাস্টিক কার্ডের মতো। পলিভিনাইল ক্লোরাইড পলিমার দ্বারা তৈরী। এই PVC কার্ড দেখতে ঠিক যেন ATM কার্ড বা প্যান কার্ডের মতোই। যে কোন কাজে এই PVC আধার কার্ড কোন ব্যক্তির সাধারণ আধার কার্ডের মতোই গ্রহণ যোগ্য।

আরও পড়ুন:- আবেদন করুন কন্যাশ্রী প্রকল্পে এবং পেয়ে যান ২৫ হাজার টাকা।

PVC কার্ডের সুবিধা:- সাধারণ আধার কার্ডের মতোই এই কার্ড সর্বত্র গ্রহণযোগ্য। সাধারণ আধার কার্ডের মতোই এই কার্ডে কার্ডধারীর সমস্ত তথ্য উপলব্ধ থাকে। এই কার্ড PVC দ্বারা তৈরী তাই খুবই শক্ত হয় তাই সহজে ভেঙে যায়না। এই PVC আধার কার্ড ছোট প্যান কার্ডের মতো তাই নিজের পকেটে বা ম্যানিব্যাগে সহজেই বহন করা যায়। এই কার্ড সহজে ছিঁড়ে যায়না। এই কার্ড বৃষ্টিতে ভিজলেও সহজে নষ্ট হয়না । এমনকি, PVC আধার কার্ড সহজে বাতাসে উড়েও যায়না। এই কার্ড শক্ত হওয়ার কারণে সহজে চোখে আড়ালে চলে যায়না।

PVC আধার কার্ড করার জন্য প্রয়োজনীয় নথি:- এই বিশেষ আধার কার্ডের আবেদনের জন্য আবেদনকারীর আধার কার্ডের নং এবং আধার কার্ডের সাথে সংযুক্ত মোবাইল নং প্রয়োজন। যদিও এই আবেদনের জন্য কোন নথির সফট কিংবা হার্ড কপি জমা করতে হয়না।

এই আধার কার্ডের আবেদনমূল্য:- PVC আধার কার্ড আবেদন করার জন্য ৫০ টাকা ফিস পেমেন্ট করতে হয়।

PVC আধার কার্ড করার পদ্ধতি:- PVC আধার কার্ডের জন্য খুব সহজ উপায়ে আবেদন করা যায়। এই আবেদনের জন্য আধার সেবা কেন্দ্রে যাওয়ার প্রয়োজন নেই। বাড়িতে বসেই নিজের মোবাইল বা ল্যাপটপ-কম্পিউটার থেকে আবেদন করা যায়।

আবেদন করার ক্ষেত্রে UIDAI – আধার কার্ডের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে MY AADHAAR বিভাগে ক্লিক করে ORDER PVC CARD অপসানে সিলেক্ট করতে হবে। তারপর GET PVC CARD ক্লিক করতে হবে। সেখান থেকে আধার কার্ডের নং এবং ক্যাপচা কোর্ড দিতে হবে। তারপর রেজিস্টার্ড মোবাইল নং দিয়ে OTP ভ্যালিডেশন করতে হবে। তারপর OTP সাবমিট করে নিজের আধার কার্ডের PREVIEW দেখতে পাবেন। এরপর আপনাকে MAKE PAYMENT অপশানে গিয়ে নিজের UPI অথবা ডেবিট কার্ড কিংবা ক্রেডিট কার্ড অথবা নেট ব্যাংকিং থেকে এই PVC কার্ডের ফিস পেমেন্ট করতে হবে। ফিস পেমেন্ট হয়ে গেলে পেমেন্টের চালান ডাউনলোড করে নিজের কাছে রেখে দিন। আপনার PVC কার্ডের আবেদনের সমস্ত প্রক্রিয়া শেষ। আগামী ১৫ দিনের মধ্যে আপনার বাড়িতে স্পিডপোস্ট ডাক যোগে এই PVC কার্ড পৌঁছে যাবে। তারপরই আপনি আপনার PVC আধার কার্ড ব্যবহার করতে পারবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *