বর্তমান সময়ে কর্মসংস্থান একটা বিরাট বড় সমস্যা। রাজ্য ও দেশে সরকারি চাকরির সুযোগ কমছে। শুধু সরকারি চাকরি নয়, বেসরকারি ক্ষেত্রেও চাকরিতে রয়েছে সমস্যা। দেশ জুড়ে কোটি কোটি শিক্ষিত যুবক-যুবতী বেকার হয়ে বসে আছে।
অন্যদিকে, এই সময়টাই হল সোস্যাল মিডিয়ার যুগ। বাড়িতে বসে সোস্যাল মিডিয়াতে কন্টেন্ট তৈরি করে লক্ষ লক্ষ টাকা রোজগার করছে দেশের যুবক যুবতীরা। ইউটিউব, ইনস্টাগ্রাম ও ফেসবুক থেকে প্রচুর টাকা রোজগার করা যায়। এদের মধ্যে সবচেয়ে জনপ্রিয় ফেসবুক। নির্দিষ্ট পরিমাণ ফলোয়ার, ভিউস, ভিডিও ওয়াচটাইম ও সাবস্ক্রাইবার থাকলেই ফেসবুক একাউন্ট মনিটাইজেসান হয়ে যায়।
তাই,আজকে আমাদের আলোচ্য বিষয় ফেসবুক থেকে টাকা রোজগারের উপায়।
ভিডিও কন্টেন্ট থেকে রোজগার:- আপনার ফেসবুক আইডিতে পোস্ট করা ভিডিও -এর উপর অটোমেটিক কিংবা ম্যানুয়ালি ইন-স্ট্রিম অ্যাড বসিয়ে, সেই অ্যাড থেকে টাকা রোজগার করা যায়। আপনার লাইভ ভিডিও-এর সঙ্গে ইনস্ট্রিম অ্যাড বসিয়ে টাকা পাওয়া যায়। আপনার লাইভ ভিডিও চলাকালীন আপনার দর্শকরা আপনাকে স্টার পাঠালে সেখান থেকেও আপনি রোজগার করতে পারেন। আপনার পোস্ট করা রিলস ভিডিওতেও অ্যাড বসিয়ে টাকা রোজগার করা যায়।
আরও পড়ুন:- ই-শ্রম কার্ডের সুবিধা পেতে চলেছে দেশবাসী। কিভাবে পাবেন সুবিধা?
ব্র্যান্ডেড কন্টেন্ট তৈরি করে কিংবা অন্য কন্টেন্ট ক্রিয়েটারদের সাথে পার্টনারশিপ করেও আপনি ফেসবুক থেকে রোজগার করতে পারেন। আপনার ফলোয়াররা যদি আপনার ফেসবুক আইডির পেইড সাবস্ক্রিপশন নিয়ে থাকেন তাহলেও আপনি টাকা রোজগার করতে পারবেন। বিভিন্ন কোম্পানি ও ইভেন্টের প্রমোশন করেও আপনি রোজগার করতে পারেন। ফেসবুকের মাধ্যমে আপনার ব্যবসার বিজ্ঞাপন করেও রোজগার করা যায় ।
মানিটাইজেসান নীতি:- ফেসবুক থেকে টাকা রোজগারের বিষয়টি সম্পূর্ণ নির্ভর করে মানিটাইজেসান পলিসির উপর। এই মানিটাইজেসান শুরু করার জন্য ১০০০০ সংখ্যক ফলোয়ার এবং ৬০ দিনে ৬ লক্ষ মিনিট ভিডিওর ওয়াচ টাইম প্রয়োজন। দর্শকদের জন্য আকর্ষণীয় ও ট্রেন্ডিং টপিকের উপর ভিডিও তৈরি করতে হবে। প্রতিদিন ভিডিও আপলোড করার অভ্যাস রাখতে হবে। বিশেষ করে সন্ধ্যা বেলায় ভিডিও পোস্ট করতে হবে। নিজের শিল্পকলা (যেমন -নাচ,গান, কমেডি, কুকিং, খেলাধুলা ,হস্তশিল্প) ভিডিওতে তুলে ধরতে হবে।
সামাজিক বিষয়ের উপর কন্টেন্ট তৈরি করতে হবে। ভিডিওর কোয়ালিটি ও সাউন্ডের কোয়ালিটির উপর ভিউস নির্ভর করে। বর্তমানে এডুকেশনাল ভিডিওতেও যথেষ্ট ভিউজ হয়। তবে বিতর্কিত কন্টেন্ট তৈরির থেকে বিরত থাকতে হবে। এই ক্ষেত্রে ফেসবুক আইডিতে রিপোর্ট পড়লে মানিটাইজেসান বন্ধ হয়ে যেতে পারে। মনে রাখতে হবে, সোস্যাল মিডিয়া থেকে রোজগার করতে হলে সর্বদা গান্ধীবাদী নীতি ধারণ করতে হবে। দর্শকরা আপনার পোস্টে এসে নিজেদের মতো কমেন্ট করে যাবে, কিন্তু সেক্ষেত্রে আপনাকে রেগে গিয়ে বিতর্কিত রিপ্লাই দেওয়া চলবে না। সর্বদা ফলোয়ার ও কমেন্টকারকদের সাথে ভালো সম্পর্ক রাখার চেষ্টা করতে হবে।