iPhone 17 launched in India. Take a look at its features (ভারতে লঞ্চ হল আইফোন ১৭, এক ঝলকে দেখে নিন কি কি ফিচারস থাকছে)

বর্তমান যুব সমাজের কাছে স্মার্টফোন মানেই আইফোন। স্টিভ জবস প্রতিষ্ঠিত মার্কিন সংস্থা অ্যাপেল কোম্পানির আইফোন। স্টিভ জবসের পরবর্তী সময়ে অ্যাপেল কোম্পানির হাল ধরেছেন টিম কুক। যত দিন গেছে, অ্যাপেলের জনপ্রিয়তা বিশ্বজুড়ে বেড়েছে। প্রতি বছর সেপ্টেম্বর মাসে একটা করে আইফোনের জেনারেশন লঞ্চ হয়, আর গোটা বিশ্বজুড়ে আলোড়ন তৈরি হয়। আইফোন প্রেমীরা রাত জেগে লাইন দিয়ে আইফোন ক্রয় করেন। নতুন আইফোনের সিরিজে কি কি ফিচারস থাকছে তাই নিয়েও শুরু হয় উত্তেজনা।

এবার অ্যাপেলের আইফোন সিরিজের আইফোন ১৭ লঞ্চ হল ভারতে। গত ৯ সেপ্টেম্বর জাঁকজমক পূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে এই আইফোন ১৭ লঞ্চ করা হয়েছে। আইফোন ১৭ সিরিজের মোট ৪ টি মডেল লঞ্চ করা হয়েছে। যেগুলি হল – আইফোন ১৭, আইফোন ১৭ এয়ার, আইফোন ১৭ প্রো এবং আইফোন ১৭ প্রো ম্যাক্স।

আইফোন ১৭- এর দাম ভারতীয় মূল্যে ৮২৯০০ টাকা। আইফোন ১৭ এয়ারের দাম ভারতে ১১৯৯০০ টাকা। আইফোন ১৭ প্রো এর দাম ভারতীয় বাজারে ১৩৪৯০০। আইফোন ১৭ প্রো ম্যাক্সের দাম ভারতীয় রুপিতে ১৪৯৯০০ টাকা।

আরও পড়ুন:- কেন্দ্র সরকারের ন্যাশনাল স্কলারশিপে আবেদন করুন এবং পেয়ে যান বার্ষিক ৫০ হাজার টাকা পর্যন্ত।

নতুন এই আইফোন সিরিজের কি কি ফিচারস থাকছে দেখে নেওয়া যাক।

১) আইফোন ১৭:- এই ফোনের সবচেয়ে বড় আকর্ষণ হল ১২০ হার্জ প্রো-মোশান ডিসপ্লে। আঙুলের ছোঁয়াতেই ফোন ব্যবহারের অন্য স্বাদ পাবেন আইফোন প্রেমীরা। ৬.৩ ইঞ্চি স্ক্রিনে থাকছে সুপার রেটিনা XRD সুবিধা এবং সিরামিক শিল্ড ২ প্রটেকশন। অর্থাৎ এই মডেলের স্ক্রিন আগের তুলনায় ৩ গুণ শক্ত এবং স্ক্রাচ হওয়ার সম্ভবনা কম। এই ফোনের প্রসেসারে A১৯ চিপ ব্যবহার করা হয়েছে। এই ফোনের স্টোরেজ ক্যাপাসিটি ১২৮ ও ৫১২জিবি থাকছে। তার সাথে দুটি ৪৮ মেগাপিক্সেল ক্যামেরা এবং ১৮ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। এই ফোনে থাকছে ৩৬৯২MAH ব্যাটারি।

২) আইফোন এয়ার:- আইফোনের এই মডেলের ডিসপ্লে ৬.৫ ইঞ্চি। এই ফোনের প্রসেসর A১৯ প্রো। এই ফোনের স্টোরেজ ক্যাপাসিটি ২৫৬/৫১২ জিবি। এই ফোনের ক্যামেরা ৪৮ মেগাপিক্সেল। সেই সাথে ফ্রন্ট ক্যামেরায় থাকছে ১৮ মেগাপিক্সেল। এই ফোনের ব্যাটারি ৩১৪৯ MAH।

৩) আইফোন ১৭ প্রো:- এই ফোনে তিনটি ৪৮ মেগা পিক্সেল ফিউসান ক্যামেরা থাকছে। এই ক্যামেরায় থাকছে টেলিফটো লেন্স। যা দিয়ে ৮ গুণ পর্যন্ত অপটিক্যাল জুম করা যাবে। এর সাথে সেলফির জন্য ১৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা থাকছে। এই ফোনে ৬.৩ ইঞ্চি স্ক্রিন থাকছে। এই ফোনের প্রসেসর A১৯ প্রো। এই নতুন আইফোনের স্টোরেজ ক্যাপাসিটি ২৫৬/৫১২জিবি। এই ফোনের ব্যাটারি হল ৩৯৮৮ MAH।

৪) আইফোন ১৭ প্রো ম্যাক্স:- আইফোন ১৭ প্রো ম্যাক্সের ডিসপ্লে ৬.৯ ইঞ্চি। এই ফোনের প্রসেসর A ১৯ প্রো। এই ফোনের স্টোরেজ ক্যাপাসিটি ২৫৬/৫১২ জিবি। এই ফোনের ক্যামেরায় থাকছে ৩ টি ৪৮ মেগাপিক্সেল এবং ১৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। এই আইফোনের ব্যাটারি থাকছে ৪৮৩২ MAH।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *