Know the best five life insurance policies of LIC for investing (LIC - এর সেরা ৫ টি পলিসি)

সাধারণ মানুষের অন্যতম ভরসা হল জীবন বীমা। সুখী ও নিরাপদ জীবনযাপনের জন্য কোন ব্যক্তির কাছে জীবন বীমার গুরুত্ব অপরিসীম। পরিবারের আয়কারী ব্যক্তির হঠাৎ মৃত্যু হলে, পরিবার চরম দারিদ্রতার সাগরে নিমজ্জিত হয়। এই আর্থিক দুরবস্থা থেকে পরিবারকে সুরক্ষা দিতে সর্বদা প্রস্তুত জীবন বীমা। দেশের প্রতিটি নাগরিককে সরকারি জীবন বীমার সুরক্ষা দেওয়ার জন্য ১৯৫৬ সালের দেশের প্রথম প্রধানমন্ত্রী অর্থাৎ দেশের রূপকার জহরলাল নেহেরু LIC অর্থাৎ লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া প্রতিষ্ঠা করেন। শুধু জীবন বীমা পরিষেবা দেওয়া নয়, তার সাথে মেয়াদের পর টাকা ফেরত এবং ডেথ কভারেজ প্রদানের বিষয়টি সুনিশ্চিত করতেই ভারত দরকার LIC প্রতিষ্ঠা করে।

LIC হল ভারত সরকারের একটি সরকারি সংস্থা। তাই LIC – এর উপর ভরসা করেন দেশের কোটি কোটি মানুষ। ১৯৫৬ সাল থেকে ২০২৫ সাল পর্যন্ত দেশের প্রতিটি শহর থেকে গ্রামের প্রান্তিক মানুষের জন্য জীবন বীমার ভরসা দিয়ে আসছে LIC। LIC-এর অনেক ধরনের পলিসি আছে। বিনিয়োগ করার আগে এক ঝলকে দেখে নিন ভারতীয় জীবন বীমা নিগমের সেরা ৫ টি পলিসি।

১) LIC জীবন আমার:- LIC – এই পলিসিটি খুবই জনপ্রিয়। ২০১৯ সালে এই পলিসি চালু করা হয়েছে।এটি একটি বিশুদ্ধ টার্ম বীমা পরিকল্পনা। ১৮ থেকে ৬৫ বছর বয়সী যে কোন ব্যক্তি এই পলিসিতে বিনিয়োগ করতে পারেন। এই পলিসিতে টার্ম হল ১০-৪০ বছর পর্যন্ত । এই পলিসিতে ম্যাচিওররিটি সর্বোচ্চ সময়সীমা ৮০বছর। এই পলিসিতে বিমাকৃত অর্থের সর্বনিম্ন পরিমাণ ২৫ লক্ষ টাকা এবং এর কোন ঊর্ধ্বসীমা নেই। এই পলিসির গ্রাহকের আকস্মিক মৃত্যু ঘটলে তার পরিবার ডেথ কভারেজ হিসাবে প্রদত্ত প্রিমিয়ামের ১০৫% পেয়ে থাকেন। যা মোট প্রিমিয়ামের প্রায় ৭ গুণ।

আরও পড়ুন:- স্বাস্থ্য সাথী প্রকল্পের সুবিধা পাচ্ছেন রাজ্যের লক্ষ লক্ষ মানুষ। কিভাবে নতুন স্বাস্থ্য সাথী প্রকল্পে আবেদন করা যায়?

২) LIC নিউ জীবন আনন্দ:- এটি সর্বাধিক বিমাকৃত পলিসি। এই পলিসি হল এনডাউমেণ্ট প্যান। এই পলিসিতে ইনভেস্টর ক্ষেত্রে কোন ব্যক্তির বয়স হতে হবে ১৮ থেকে ৫০ বছর। পলিসির মেয়াদ ১৫ থেকে ৩৫ বছর। এই পলিসির ম্যাচিওররিটির বয়স ৭৫ বছর। এই পলিসিতে সর্বনিম্ন বিমাকৃত অর্থ ১লক্ষ টাকা এবং সর্বোচ্চ কোন সীমা নেই। এই পলিসিতে ঋণের সুবিধা থাকে। এই পলিসিতে উপভক্তা কর ছাড়ের সুবিধা পান। গ্রাহকের দুর্ঘটনায় মৃত্যু ও অক্ষমতার জন্য বেনিফিট দিয়ে থাকে। এই পলিসিতে ডেথ কভারেজ হিসাবে মুল বিমাকৃত অর্থের ১২৫% পাওয়া যায়।

৩ )LIC জীবন উমঙ্গ পলিসি:- কোন ব্যক্তির পরিবারের ভবিষ্যতের নিরপত্তা ও সঞ্চয়ের জন্য অন্যতম গুরুত্বপূর্ণ পলিসি হল জীবন উমঙ্গ পলিসি। এই পলিসি হল লাইফ টাইম এবং এনডাউমেণ্ট প্ল্যান। এই পলিসিতে প্রবেশের বয়স মাত্র ৯৯ দিন থেকে ৫৫বছর পর্যন্ত। এই পলিসির মেয়াদ হিসাবে ১০০ বছর থেকে পলিসিতে প্রবেশের বছর বিয়োগ করা হয়। এই পলিসিতে নূন্যতম বীমাকৃত অর্থ রাশি ২ লক্ষ টাকা। এই পলিসিতে কর ছাড়ের সুবিধা আছে।

৪) LIC ভাগ্যলক্ষী পলিসি:- LIC এর এই পলিসি আর্থিক ভাবে পিছিয়ে পড়া শ্রেণীর মানুষের জন্য। নিজেদের উপার্জিত অর্থ দিয়ে এই স্কিমে তারা জীবন বীমা করতে পারবে। এই পলিসির টার্ম ৫ থেকে ১৩ বছর। এই পলিসিতে ৫০ হাজার থেকে ২ লক্ষ টাকা পর্যন্ত বিনিয়োগ করা যায়। পলিসি ম্যাচিওর হওয়ার সময়সীমা ৬৫ বছর। এই পলিসিতে ডেথ কভারেজ হিসাবে ১১০% টাকা ফেরত পায় গ্রাহকের পরিবার।

৫) LIC সরল জীবন বীমা:- LIC এর অন্যতম জনপ্রিয় এই পলিসি। ৫ বছরের জন্য যে পলিসি গুলি আছে তারমধ্যে অন্যতম LIC সরল জীবন বীমা পলিসি। এই পলিসির মেয়াদ ৫ থেকে ৪০ বছরের মধ্যে। কোন ব্যক্তির বয়স যদি ১৮ থেকে ৬৫ বছর হয় তারা এই পলিসি করতে পারবেন। এই পলিসিতে ৫ থেকে ২৫ লাখ টাকা পর্যন্ত বীমা করা যায়। গ্রাহকের আকস্মিক মৃত্যুতে এই পলিসিতে ১০০% এর বেশি ডেথ কভারেজ প্রদান করে।

শুধু এই ৫ টা নয়, LIC – এর আরও অনেক ভালো পলিসি আছে। এই সমস্ত পলিসি গুলি সম্পর্কে আরও জানতে আপনার নিকটবর্তী LIC এজেন্ট, LIC অফিস কিংবা LIC এর অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *