OASIS Scholarship applications are currently open. Learn more. (ওয়েসিস স্কলারশিপের আবেদন চলছে। আবেদন করার আগে জেনে নিন খুঁটিনাটি)

পশ্চিমবঙ্গের ছাত্র-ছাত্রীদের জন্য সুখবর। রাজ্য সরকারের ওয়েসিস স্কলারশিপের আবেদন শুরু হয়েছে। বাংলার লক্ষ লক্ষ পড়ুয়া এই স্কলারশিপের সুবিধা পেতে পারেন। ওয়েসিস অর্থাৎ OASIS স্কলারশিপ হল মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের প্রকল্প। OASIS কথার অর্থ হল Online application for scholarship in studies।

মরুভূমিতে ক্লান্ত ও পরিশ্রান্ত পথিক যখন খিদে ও তৃষ্ঠায় পথভ্রষ্ট হয়ে পড়েন। তখন ভগবানের আশীর্বাদ হিসাবে তার কাছে উপস্থিত হয় ওয়েসিস অর্থাৎ মরুদ্যান। ঠিক তেমনই, রাজ্যের মেধাবী ও দুঃস্থ ছাত্র-ছাত্রীদের শিক্ষার জন্য আশীর্বাদ এই ওয়েসিস স্কলারশিপ। মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ২০১১ সালে ক্ষমতায় আসার পর এই স্কলারশিপ শুরু করেন। তারপর থেকে প্রতিবছর লক্ষ লক্ষ পড়ুয়া এই স্কলারশিপের দ্বারা উপকৃত হয়ে আসছেন। রাজ্য ও কেন্দ্র সরকারের যৌথ উদ্যোগের এই স্কলারশিপে রাজ্যের অনগ্রসর শ্রেনীর স্টুডেন্টরা শিক্ষার জন্য আর্থিক সহযোগিতা পেয়ে থাকেন।

এই স্কলারশিপে আবেদনের যোগ্যতা:- শুধুমাত্র SC, ST ও OBC শ্রেণীর ছাত্র-ছাত্রীরা এই স্কলারশিপের আবেদন করতে পারেন। প্রি-মেট্রিক স্তরে শুধুমাত্র ক্লাস ৯-১০ এবং পোস্ট মেট্রিক স্তরে শুধুমাত্র উচ্চমাধ্যমিক থেকে উচ্চ স্তরের পড়ুয়ারা আবেদন করতে পারেন। SC এবং ST শ্রেণীর পড়ুয়াদের জন্য পারিবারিক আয় বাৎসরিক ২.৫ লক্ষ টাকার নিচে হতে হবে। OBC শ্রেণীর ছাত্র-ছাত্রীদের জন্য পারিবারিক বাৎসরিক আয় ১ লাখ টাকার নিচে হতে হবে। পড়ুয়াকে অবশ্যই পড়াশুনা চালিয়ে যেতে হবে।

আরও পড়ুন:- পুজোর আগে সুখবর, GST – এর কোপ কমালো সরকার। দেখে নিন কোন কোন দ্রব্যের দাম কমছে?

এই স্কলারশিপের সুবিধা:- বিভিন্ন ক্লাস ও বিভিন্ন কাস্টের পড়ুয়াদের জন্য এই স্কলারশিপের বৃত্তির টাকার পরিমাণ আলাদা। এমনকি যে সমস্ত পড়ুয়ারা হোস্টেলে থেকে পড়াশুনা করেন তাদের জন্য এক্সট্রা বেনিফিট আছে। এই স্কলারশিপের অধীনে একজন স্টুডেন্ট বার্ষিক ৩৫০০ টাকা থেকে ২০ হাজার টাকা পর্যন্ত বৃত্তি পেতে পারেন। এই বৃত্তির টাকা দিয়ে তারা নিজেদের পড়াশুনার খরচ চালাতে পারে।

এই স্কলারশিপে আবেদনের জন্য প্রয়োজনীয় নথি:- SC, ST এবং OBC কাস্ট সার্টিফিকেট। শিক্ষাপ্রতিষ্ঠানে বার্ষিক ফিসের রশিদ। সর্বশেষ ফাইনাল পরীক্ষার মার্কশিট। মাধ্যমিকের অ্যাডমিট কার্ড। ব্যাংক একাউন্টের ফ্রন্ট পেজ। পরিবারের বার্ষিক আয় প্রমাণপত্র। আবেদনকারীর আধার কার্ড, পাসপোর্ট সাইজড ফটো এবং মোবাইল নং।

এই স্কলারশিপের পিছনে উদ্দেশ্য:- এই বিশেষ স্কলারশিপ প্রদানের পিছনে সরকারের অনেক বড় উদ্দেশ্য আছে। সমাজের অনগ্রসর শ্রেনী অর্থাৎ SC, ST এবং OBC সম্প্রদায়ের অন্তর্গত পড়ুয়াদের শিক্ষার জন্য সহযোগিতা করা। অর্থের অভাবে অনগ্রসর শ্রেনীর ছাত্র-ছাত্রীদের পড়াশুনা বন্ধ যাতে না হয় সেটাই সুনিশ্চিত করা। অনগ্রসর শ্রেনীর ছাত্র-ছাত্রীদের শিক্ষা ক্ষেত্রে উন্নতি ঘটলে তাদের সমাজের অগ্রগতি ঘটবে। সমাজের পিছিয়ে পড়া অনগ্রসর শ্রেনীর আগামী দিনে সামাজিক ক্ষেত্রে উন্নতি ঘটাতে এই স্কলারশিপের ভূমিকা অনস্বীকার্য হতে পারে।

এই স্কলারশিপে আবেদনের পদ্ধতি:- এই স্কলারশিপের আবেদন করা হয় সম্পূর্ণ অনলাইন মাধ্যমে। এই স্কলারশিপের জন্য রাজ্য সরকারের নিম্নলিখিত ওয়েবসাইট তৈরি করেছে- https://oasis.gov.in ।এই স্কলারশিপের মাধ্যমে অনলাইনে আবেদন করা যাবে। অনলাইনে আবেদন করার পর আবেদনের হার্ড কপি নিজের শিক্ষা প্রতিষ্ঠানে কিংবা SDO অফিসে জমা করতে হবে। এই স্কলারশিপ সম্পর্কে আরও জানতে ওয়েবসাইটে কিংবা নিজের শিক্ষাপ্রতিষ্ঠানে ভিজিট করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *